মন আমার নয়
যখন অনেকটা উদভ্রান্ত হবেন
মনকে প্রশ্ন করুন,
' মন তুমি কার?'
মন বলবে,' আমি তোমার ছিলাম,
এখন আর তোমার নই।'
তাহলে তুমি কার?
' আমি সবার, সবার নই,
আসলে আমি হয়ত কারো নই।'
এক সময় আমি বাহ্যত লৌকিকতা
আকড়ে থাকি।আবার তাকে
পরিত্যাগ করি।পাখি যা করে।
এক সময় উতালা হই
অস্ত্র আর অর্থের সংস্পর্শ পেতে।
তাও ত্যাগ করি।
সমকাল আর ভবিষ্যত
আমার কাছে গাধার চেয়ে
বড় অপদার্থ মনে হয়,
মনে হয় জীবনের ভার
বইতে ওরা পারবে না কিছুতে।
তোমার মন হলেও
তোমার ভেতরে থাকা
কিছুতে সংগত নয়।
কারণ তোমার নেশা বল
আর ভালোলাগা বল
তা এত অস্হির
আমি ক্লান্ত আমি হতাশ।
তাই মন তোমার হয়েও
তোমাতে আসা যাওয়া করি,
কিন্তু আমি শতচ্ছিন্ন।
তোমার ছিলাম কিন্তু নেই।
আমি তোমার মতই
এই কালের মতই।