ঘুড়ে দাঁড়ানো শুয়োপোকা

in #poem7 years ago

ঘুম পায়না, হয়না দেখা
সপ্ন গুলো সেই বোকাসোকা।
জানি অনেক ছোট্ট আমি
কঠিন রাগের মাতলামি
কষ্ট পাই অল্প হলেই,
এইতো আমি ছোট্ট বলেই :p
অনেক ভারী ডেজিগনেশন
তারচে ভারী আমি ভিষন
ছোট্ট আমি আজ ইঞ্জিনিয়ার
হরলিক্স ফেলে খাচ্ছি বিয়ার!!!
আহা কি গো সুখ জীবনে,
আছি টেনশনে তা কে জানে!!!
দুই কূলেই সব অগ্নিশর্মা
আমি কি ভাই বিশ্বকর্মা!!!
কি চাও মোরে বল হে সকল
চাপের ভারে তুলি পটল ??! :(
কব্জায় রাখবে আমায় সদাই?
ধুত! আমাকে চিনোই নাই ;)

মোরালঃ ব্যাকা আংগুলেও ঘি না উঠলে ঘি এর বাটিতে গুলি করে ফুটো করে ঘি বের করব।
কারন খেলতে যখন নামসি অস্ট্রেলিয়ার সাথেই খেলব :)

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 76842.48
ETH 1537.78
USDT 1.00
SBD 0.87