কবিতা নং-৫১ ”সময়ের ব্যবধানে তুমি”

in #poem6 years ago

1985-Idea-Kashem,Hajera,Shila-Image2183.jpg

'সময়ের ব্যবধানে তুমি”

  • হামিদুল হক তরুন
    1997-Mimi-Image2259.jpg

একশো কোটি বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে নিষ্প্রাণ পাথর।
পঞ্চাশ কোটি বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে ধুধু বালুচর।
এক কোটি বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে চলমান নদী।
পঞ্চাশ লক্ষ বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে শুধু এক ছবি।
এক লক্ষ বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে গন্ধে মাতানো ফুল।
পঞ্চাশ হাজার বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে গান করা বুলবুল।
2000-Image2303.jpg

এক হাজার বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে লজ্জাবতি লতা।
পাঁচ শত বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে সীমান্তে দাঁড়িয়ে একা।
এক শত বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে অনেক লোকের ভিড়ে।
পঞ্চাশ বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে তোমার আপন নীড়ে।
এক বছর আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে নীরবে নিরালায়।
ছয় মাস আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে আমার চোখের তারায়।
এক মাস আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে সামান্য কিছু দুরে।
পনেরো দিন আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে মোর বাহুডোরে।
এক দিন আগে তোমাকে দেখেছিলাম
তুমি ছিলে এ হৃদয়ে স্বপ্ন যতো।
আজ আমি তোমাকে দেখলাম
তুমি আছো হয়ে মনের মতো।
আগামী কাল তোমাকে দেখবো
তুমি আমাতে হয়েছো বিলীন।
সময়ের ব্যবধানে তুমি
থেকো মোর চিরদিন।
2001-05-15-PIC_4130.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98773.77
ETH 2801.82
SBD 0.64