কবিতা নং-৪৯ “যমুনার বুক চিরে”

in #poem6 years ago

2012-12-24_1478.jpg

“যমুনার বুক চিরে”

  • হামিদুল হক তরুন
    2012-12-24_0000.jpg

যমুনার বুক চিরে শহর ছেড়ে
একদল যাত্রী চলেছি আপন নীড়ে
কেউ ছাত্র, কেউ প্রফেসর,
কেউ হুজুর, কেউবা মজুর।
অনেক পেশার অনেক মানুষ এসে
দ্বন্দ ভুলে একই সাথে রয়েছে মিশে।
সবারই মনে শুধু একই কামনা
আরো তাড়াতাড়ি কেনো নৌকা চলেনা
2013-08-17-PIC_4457.jpg

গম্ভীর মেজাজ নিয়ে কেউবা বসে
সুখের স্মৃতি স্মরে কেউ মুচকি হাসে।
ঘুমের আলিঙ্গনে কারো চোখ বন্ধ
কেউ করে গল্প কারো বা নেই সঙ্গ
আকাশে মেঘ আর জলে দেখে ঢেউ
মরণ সংকায় অস্থির কেউ কেউ।
দুরে ঐ সুন্দর সবুজে ঘেরা চর
তারই মাঝে দেখা যায় কিছু বাড়িঘর
মেঘ ঠেলে কখনো বেরিয়ে আসছে বেলা
চলছে তাদের বুঝি লুকোচুরি খেলা
বহুদুরে দেখা যায় যমুনা সেতুর সাঁজ
বিদেশীরা করছে সেথা আপন মনে কাজ
ঝির ঝির বাতাস আহা! বড়ই মিষ্টি
হৃদয়ে কবিতার বাণী করছে সৃষ্টি
জানিনা চলবে নৌকা আর কতোক্ষণ ধরে
যাত্রীদের কোলে নিয়ে যমুনার বুক চিরে।
2013-08-28-PIC_3992.jpg

Sort:  

Sabes cada vez que hagas un articulo, puedes votar por ti.
जब भी आप कोई लेख बनाते हैं, तो आप जानते हैं, आप अपने लिए वोट दे सकते हैं।
jab bhee aap koee lekh banaate hain, to aap jaanate hain, aap apane lie vot de sakate hain.

I don't know your hindi language. Thanks for your post.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90603.36
ETH 3085.35
USDT 1.00
SBD 2.98