গাধার কাঁধে টুল - মুন তাসির

in #poem6 years ago

দিনের বেলায় উগেছে ফুল,
গাধার কাঁধে রেখেছে টুল,
বিড়াল হয়েছে রথে প্রহরী
খেলা জুড়েছে মোড়ের সাপুড়ি ।

বুড়ো হয়েছে পাড়ার কুশলী
ঘোরের কোনে ধরেছে ভুসোকালি,
শিশুর দাঁতে লেগেছে পোকা,
বন্য রাজা খাঁচায় ঢোকা ।

বই মাঝে জমালো ঠাই,
পাল নামিয়ে সাগর পেরোই,
নদী পাসে গোড়লো ঘাট,
'লাঠি' পড়ে শিয়ালের পাঠ ।

নীরবে নীরবে বহিছে জল,
শান্ত সমুদ্রর ঘনিছে তল ,
ভেবনা কভু নীরব তুমি,
শ্রষ্ঠার জন্য তুমিই শিক্ত ভূমি ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94798.39
ETH 3128.70
USDT 1.00
SBD 3.04