আমার প্রিয় কবিতা

in #poem7 years ago

যদি তৃষ্ণা লাগে,
ঝর্ণা তুমি জল পান করতে দিও,
যদি ডুবতে বসি,
ভেলা তুমি আমায় ভাসিয়ে নিও,
যদি তলিয়ে যায় পা,
কাঁদা তুমি শক্ত মাটি হইয়ো,
যদি ভিজে যায় গা,
বৃষ্টি তুমি থেমে যেয়ো,
যদি দুঃখ পাই মনে,
সুখ তুমি মনে বাসা বেধো।
যদি শান্তি চাও জীবনে,
প্রকৃতির কাছে নয়,
আল্লাহর কাছেই কেঁদো।
যদি সময় হয় পরপারে যাবার,
ও পৃথিবী তুমি-
আমার মায়া ছেড়ে দিও,
মন তুমি শুধু আল্লাহর নাম নিও।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94555.15
ETH 3282.15
SBD 7.16