পত্র লেখা

in #poem7 years ago

.
সাঁঝের বেলা আনমনেতে মৃদু দখিন বায়ে
সখি কী লেখ গো বসি বসি শান্ত তরুচ্ছায়ে?
সারা দিনের খেলার শেষে
সূয্যি যখন পাটে বসে,
পাখিরা সব ঘরে ফেরে করে কোলাহল-
সখি,তখন তুমি অাঁকো চোখে কার চিন্তার ঢল?
মনের গোপন জঠর হতে কম্পিত অঙ্গুলে
সখি কীসে গাঁথ হৃদয়জ্বালা চারিপার্শ্ব ভূলে?
চেনা কোনো চাহনি ভেবে
যখন বৃষ্টি হয়ে অাসে নেবে
স্মৃতি ধোয়া বিরহ নিয়ে চোখের নোনা জল-
হাসি দিয়ে কান্না ঢাকো- তোমার এ কোন ছল?
আঁখি তোমার চুঁইয়ে নামে যে ফোঁটাকয় জল-
কখনো কি জানে তারা কার বিহনের ফল?
তোমার এলোচুলে খোঁপা বেঁধে
আঁখি মুছে অঞ্চলেতে
পাঠাও তারে তোমার প্রাণের প্রণয়-সম্বল।
তোমার অশ্রু ফিরিয়ে দেবে-কার আছে এ বল?

Sort:  

Read the daily Worldnewsbengali, know the unknown information.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95704.98
ETH 3335.81
USDT 1.00
SBD 3.09