কবিতা বাংলা

in #poem7 years ago

যে মানুষটা তোমার কাছে একটু সময়
চায়
তাকে কখনও ব্যস্ততা দেখাইও না...!
.
যে মানুষটা শুধুমাত্র তোমাকে
নিয়ে
ব্যস্ত থাকতে চায় তাকে কখনও
অবহেলা
করিও না..!
.
যে মানুষটা তোমার সাথে একটু
ভাল করে
কথা বলতে চায় তার উপর কখনও
বিরক্তিপ্রকাশ করিওনা..!!
.
আজকে হয়তো সেই মানুষটা তোমার
ওপর
নির্ভরশীল... আজকে হয়তো সেই
মানুষটা
তোমাকে ছাড়া অন্যকিছু ভাবতে
পাচ্ছে না.....!
কিন্তু সে যে সব সময় এমনই থাকবে
এটা
নাও হতে পারে...!
বেঈমান সময়ের স্রোতে সেও হয়তো
একদিন তোমাকে ছাড়া ভাল
থাকতে
শিখে যাবে...!
.
আজকে সে তোমার কাছে আছে
তাই
হয়তো ওর গুরুত্বটা বুঝতে পাচ্ছনা....!
হয়তো কোনো একদিন সে তোমার
কাছে
থেকে দুরে চলে যাবে...... অনেক
দুরে.....!!
তখন হয়তো বুঝবে....
.
কিন্তু সেদিন আর কোনো উপায়
থাকবে
না...! দেরি হয়ে যাবে..... অনেক
দেরি....!!
.
আচ্ছা দুইটি মানুষের মধ্যে এই ধরনের
দূরত্বটা কি হঠাৎ করে গড়ে উঠে..????
.
না..... কখনই না.. ..! দুইজনের মধ্যকার
দূরত্বটা গড়ে উঠে ধীরেধীরে ....
আর এই
দূরত্ব গড়ে ওঠার পেছনে একজনের
ছোট
ছোট অবহেলা গুলোই যথেষ্ট .....!!!!
.
তাই ভালবাসার সেই মানুষেটাকে
কখনও
অবহেলা করিও না.. !
.
সেই মানুষটাকে কখনও কষ্ট দিও না
যে কি
না তোমাকে নিজের চাইতে
বেশি
ভালবাসে...!
.
ভাল থাকো .. ?

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 100731.67
ETH 2812.37
SBD 3.89