জানেন তো? 'হাট্টিমাটিমটিম' ছড়াটা ' ৫২ লাইন।

in #poem7 years ago

stock-vector-illustration-of-a-duck-beside-the-nest-on-a-white-background-197753930.jpg
source

এতদিন জেনে আসছিলাম ' হাট্টিমাটিমটিম' ছড়াটা ' ৪ লাইন। আসলে তা ভুল ছিল। রোকনুজ্জামান খানের কবিতাটি আসলে ৫২ লাইনের। অত্যন্ত সুন্দর একটি কবিতা।সবাই জানার জন্য নিচে লিখলাম।

'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।'

কালেক্টেডঃ বাংলা পিডিয়া

Sort:  

'হাট্টিমাটিমটিম' ছড়াটা ' সম্পূর্ণ টা আমাদের মাজে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104227.49
ETH 3285.05
SBD 4.11