পুরোনো সেই স্মৃতি

in #poem7 years ago (edited)

আজও যে আমার দিন কাটে,
সেই চেনা রাস্তায় শুধুই ঘুরে ঘুরে,
কত স্মৃতিই না জড়িয়ে আছে ,যা
আজও হারিয়ে যায়নি আমার অন্তর থেকে
তোমার এখনো কি কিছুটা আছে মনে
সেই পুরোনো আম গাছটির কথা ,মনে আছে
তলায় দাঁড়িয়ে গাছটির ,বৃষ্টি ভেজা রাতে
তুমি ,আমি কতই না করেছি বলো,কত কথা
বলতে তখন তুমি,তোমার নাকি ভয় করে
আমায় নাকি যদি ফেলো হারিয়ে ,
বাঁচবেনা বলতে না বলে তখন ,
আর এখন,তোমার কি অতগুলি কথার একটিও মনে
পড়ে......................................photo-1471107340929-a87cd0f5b5f3.jpg

জানি আমি পড়েনা মনে তোমার এখন
সেই সব পুরোনো দিন,
সেই সব পুরোনো স্মৃতি গুলির কথা,
তুমি আজ যাহার মোহে আছো মেতে,
আছো,ভালো থাকার গভীর ঘোড়ে ,
তবে আমি বলি ভুল তুমি,করছো মস্ত বড়,
ইতিহাস যে সাক্ষী আছে,
সে যে করেনা কাউকে ক্ষমা কক্ষনো,
আমি তাই ধৈর্য্য ধরে আজও আছি বসে,
বাঁচতে যে চাই সেই দিনটির কথা ভেবে,
যে দিন তোমার,আমারই মতো কাটবে দিন,
খুঁজবে তুমি ফেলে আসা স্মৃতি গুলো ,
*রাস্তায় ঘুরে ঘুরে *

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79489.17
ETH 1885.78
USDT 1.00
SBD 0.81