দূরের দেশ

in #poem9 months ago

SAM_4098.JPG

দূরের দেশ

মোঃ আল সাদ উল ইমাম

দূরের দেশে যাব আমি
সত্যি সত্যি একদিন,
মাকে নিয়ে যাব আমি
বড় হলে একদিন।

অনেক দূরে যাব যেন
আর আসবো না,
সেথায় আমার জীবন মরণ
আর ফিরে আসবো না।

আমার ৩য় শ্রেণিতে থাকাবস্থায় এই কবিতাটি লিখেছিলাম। আমরা হয়তো জানি না আমাদের জন্মের পর থেকে এ পর্যন্ত তার সব কষ্টগুলোকে চাপা দিয়ে রেখেছে শুধু আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য।
আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ মাকে কখনো কষ্ট দিবেন না। কারণ, “ আপনাদের দেয়া কষ্টগুলি মায়ের মনকে নীরবে কাঁদায় ” যা আপনাকে বুঝতে দেবে না, আপনিও কোনদিনই বুঝতে পারবেন না।

“ তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলনা এবং তাদেরকে ভৎর্সনা করনা; তাদের সাথে কথা বল সম্মানসূচক নম্রভাবে। ” (১৭-২৩)

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 76719.98
ETH 1467.59
USDT 1.00
SBD 0.64