আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমার অস্তিত্বের তীরে ,
খুঁজি তোমায় চিরকাল।
পাওয়া না পাওয়ার সন্ধিক্ষণে ,
অশ্রুসিক্ত হৃদয়ে আজ না পাওয়ার ভার।
লেখক
লেখকের অনুভূতি:
আমরা প্রতিনিয়ত নিজেদের হৃদয়ে বা নিজেদের মাঝে ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াই।সে সাথে হৃদয়ে থাকে না পাওয়ার যন্ত্রণা ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার অস্তিত্ব জুড়ে
তোমার বসতি,
কখনো অস্তিত্বের ভিড়ে
তোমাকে খোঁজার আকুতি।
পাওয়া না পাওয়ার হিসেবে
বেদনাগুলি ডুব সাগরে,
সাঁতরে বেড়াই কিনারা
কখনো বা নুয়ে পড়ে জীর্ণ শরীরের সেই স্মৃতিরা।।
0.00 SBD,
3.46 STEEM,
3.46 SP
নিঃশব্দ রাতে হৃদয় ডাকে,
তোমায় খুঁজি প্রতিটি ফাঁকে।
স্বপ্নের ছায়ায় মিশে থাকো,
তবু কাছে আসো না কেন?
পাওয়া-না পাওয়ার পথের বাঁকে,
ভালোবাসা হারায় কেমন করে?
যন্ত্রণা শুধু সুর তোলে বুকে,
তবু তোমায় খুঁজি প্রতিক্ষণে।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
আমার এ ছোট্ট জীবন তরীতে
খুঁজে ফিরি প্রতিনিয়ত তোমাকে,
প্রশান্তি খুঁজে পাই তোমার পরশে
আগলে রাখবো, দিবো না হারাতে।
স্বার্থন্বেষী এই ধরাতে
না চাইলেও প্রিয় মানুষ,যায় হারিয়ে।
0.00 SBD,
3.43 STEEM,
3.43 SP
যখন আলো নিভে আসে ঘরে
তোমার সাথে পাই না সেদিন দেখা
পাওয়ার মাঝে না পাওয়ারই সুরে
হারিয়ে ফেলা হাতেই দুহাত রাখা।
দিন ফুরলে আমার চোখের জলে
ডুবিয়ে রাখি তোমার দেওয়া স্মৃতি
ফিরছে জীবন অন্ধকারে আজও
আমার তখন তোমায় খোঁজার রীতি।
0.00 SBD,
3.41 STEEM,
3.41 SP
বাহ খুবই চমৎকার হলো তো। কবিতার লাইনগুলোতে যেনো মনের মাধুর্য মিশিয়ে দিয়েছেন।
নিভে আসে আশা আলো,
বেদনার সুর বয়ে চলে।
শূন্যতার দীর্ঘশ্বাসে,
তোমার স্মৃতি জেগে ওঠে।
সন্ধ্যা নামে নীরব ছায়ায়,
তবু মন খোঁজে অবিরত।
স্বপ্নের ভাঙা কাঁচের টুকরো,
রক্তাক্ত পথের সাক্ষী শুধু।
0.00 SBD,
3.40 STEEM,
3.40 SP
খুঁজে ফিরি বেলাশেষের গলিতে।
বাড়ি ফেরত পায়েরা
গুটিগুটি ফেরে,
ফেরে না চেনা ধুলো।
ফেরে না প্রিয় মানুষের গায়ের গন্ধ।
দিন যায় রাত ফুরোয়,
জীবন ফুরনোর মাঝে হাহাকার লেপ্টে নিই।
হৃদয়ের বাতি হৃদয়েই যাচ্ছে নিভে —
তোমরা তাকে ব্যর্থতা বলে ডেকো।
আজও কোন এক মায়া,আমায় কাছে টানে।
আজও স্বপ্নে তোমার অস্তিত্ব,থাকে সদায় পলকহীন।
আজও আমি তোমায় ভাবি,সর্বদায় ও সংগোপনে।
আজও তুমি হৃদয়ে আছো,কেন তা মনই ভালো জানে।
হারিয়ে গিয়েছ ভুলে
মনকে বোঝাতে পারি না।
স্মৃতিগুলো বাড়ায় বুকে
হাহাকার আর যন্ত্রণা।
স্মৃতির আলপনাতে খুঁজি
শুধুই মুখটি তোমার
যাতনা সয়ে সয়ে
বাঁচতে ইচ্ছে নেই আমার।
আসলেই না পাওয়ার আকাঙ্ক্ষা যেনো বেঁচে থাকার আশাটা নষ্ট করে দেয়। চমৎকার লিখেছেন আপু।