You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮০
নিঃশব্দ রাতে হৃদয় ডাকে,
তোমায় খুঁজি প্রতিটি ফাঁকে।
স্বপ্নের ছায়ায় মিশে থাকো,
তবু কাছে আসো না কেন?
পাওয়া-না পাওয়ার পথের বাঁকে,
ভালোবাসা হারায় কেমন করে?
যন্ত্রণা শুধু সুর তোলে বুকে,
তবু তোমায় খুঁজি প্রতিক্ষণে।