ডিপ্লোমা আর মেস লাইফ এর বিদায় নিয়ে কিছু কথা
বিদায় ডিপ্লোমা :: চলছে রেগ ডে কতো আনন্দ উল্লাস বন্ধু দের সাথেথে কাটানো কতো সৃতি সবকিছু পেরিয়ে ঘনিয়ে আসছে আমাদের বিদায় বেলা।
সেই পথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার শেষ এর দিক আছে হাতে গুনা কয়েকটা দিন তারপর সবেচয়ে কাছের বন্ধু গুলো চলে যাবে কেনো এক আচেনা শহরে আমরা হয়তো অনেক ভালো সময় কাটিয়েছি
কিন্তু একদিন ফোন এর গেলারি ঘুরে দেখবো তাদের সাথে কতই না ছবি তখন বুকের মাজে হালকা ব্যাথা হবে সব সৃতি গুলো মনে পরে যাবে স্যার দের সাথে কতো ভালো সম্পর্ক ছিলো দেখতে দেখতে আমাদের সেই ডিপ্লোমা শেষ ভালো সময় গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় চার বছর যাদের সাথে কাটালাম সবাই হয়তো পরিক্ষা শেষ হলে চলে যাবে
কারো বাসা কাছে কারো বাসা অনেক দুরে ছিলো একসাথে কাটালাম অনেক দিন মনে হতো সবাই একজায়গায় থাকি একজায়গায় থিকা আসছি তবে আমরা আমরা যারা মেসে ছিলাম তারা সবচেয়ে ভালো সময় পার করেছে মেস ছিলো একটা ফ্যামিলি এর মতো সবাই কতো মজা আড্ডা দিতো মেসে কতো পার্টি ছিলো অনেক হাস্যকর কিছু নাম ছিলো যা সব কিছু এখন সৃতি হয়ে থাকবে
মেসে থিকা বিদায় নিতে হবে নতুনরা আসছে জায়গা ছাড়তে হবে অকেন দিন হলো বাড়ি ছাড়ছি এখন সব শেষ করে মা বাবার সাথে কাটাবো কিছু দিন তারপর সবাইকে রেখে আমার অন্য কোথায় যাইতে হবো আর ক্যাম্পাসে কাটানো সময় গুলো বড্ড মনে পরবে
আমার কবে দেখা হবে সব কিছুর সাথে তখন সব কিছু থাকবে নতুন রূপে কিন্তু আমি সেই আগের সব কিছু কে বড্ড মিস করবো সবার সাথে কাটানো সময় গুলো টিস্টলে বসে আড্ডা টাও তবে একসাথে চা খওয়াটা আর হবে না
আর সেই আগপর মতো চা এর আড্ডা অনেক দিলেও সেই ডিপ্লোমা লাইফ এর মতো আনন্দ উল্লাস কখনোই হবে না তবে মেসপ কাটানো সমসয় গুলো বড্ড তাড়া করে বেরাবে মনের মাজে কিছু সময় হঠাৎ করে মনে পরে যাবে আর ঠুঠের কোনে একটা হাসি ফুটবে তবে বিদায় বেলা খুব কাছে সব শেষে আমাদের বিদায় নিতেই হবে
...…......….............ধন্যবাদ...................