ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট (১ম দিন)

in #play7 years ago

ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্টে ইংল্যান্ড ১ম দিনেই ১৮৪ রানে অল আউট হয়েছে।দারুন বল করেছে পাকিস্তানি বোলাররা।ইংল্যান্ডের ১৮৪ রানের ইনিংস এর মধ্যে কক করে ৭০ রান।বারিসটো করে ২৭ রান।বেন স্টক করে ৩৮ রান।আর কেউ এই ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাড়াতে পারেনি।পাকিস্তানি বোলারদের মধ্যে হাসান আলি ও মোহাম্মদ আলি ৪ টি করে উইকেট নেন।এ ছাড়া ও আমির ও আশরাফ ১টি করে উইকেট নেন।জবাবে ১ দিনেই পাকিস্তান ব্যাটিং নেমে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে।এমামুল হক ৪ রান করে আউট হয়ে যায় ব্রডের বলে।পাকিস্তানের একমাত্র উইকেটটি এই ব্রডই পায়।হারিছ সোহেল ২১ এবং আযাহার আলি ১৮ রানে উপরাজিত আছে।
IMG_20180525_073941.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 101329.54
ETH 3158.33
SBD 3.98