বাংলাদেশ দলের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

in #play7 years ago

image.png

শুধু অসাধারণ বলে নিদাহাস ট্রফির শুক্রবারের ম্যাচে বাংলাদেশের জয়কে ব্যখ্যা করা যায় না। এমন এক জয়ে উদ্বেলিত বাংলাদেশ শিবিরে এলো আরেকটি সুখবর। এক কোটি টাকা পুরস্কার পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিসিবির একটি সূত্র প্রিয়.কমকে বিষয়টি জানিয়েছে। সূত্রটি আরও জানায়, ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অঙ্কটা আরও বাড়বে। সেটা দ্বিগুণ বা তারও বেশি হতে পারে।

শুক্রবারের ম্যাচের শেষ ওভারের নো বলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গরম হয়ে ওঠা পরিস্থিতি বাদ দিলে আসাধারণ এক ম্যাচ দেখেছে ক্রিকেটবিশ্ব। তবে কথাকাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান উইকেটে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে আসতে বলেন। ওই অবস্থায় মাহমুদউল্লাহরা মাঠ ছাড়লে ওয়াকওভার পেয়ে যেত শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিত বাংলাদেশ।

শেষ মুহূর্তে মাথা গরম না করার সিদ্ধান্ত নিয়ে তাদের মাঠ ছাড়তে নিষেধ করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। শেষ পর্যন্ত চার বলে ১২ রান বাকি থাকা ম্যাচ এক বল হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ। এমন জয়ের প্রতিদান পেয়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 97030.47
ETH 2663.48
SBD 2.83