কোহলি নয়, মাশরাফিকেই সেরা মানছেন ওয়াসিম আকরাম

in #play7 years ago

কোহলি নয়, মাশরাফি সেরা’ কথা গুলো বলছিলেন ‘ দ্যা কিং অফ সুয়িং খ্যাত’ সাবেক পাকিস্তনি পেসার ওয়াসীম আকরাম। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ এই পাকিস্তানি কিংবদন্তি।
বাংলাদেশ প্রসঙ্গে আকরাম বলেন, ‘সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ফাইনাল খেললে আমি অবাক হতাম না। তারা গত কয়েক বছর যাবত দারুণ ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদ অসাধারন ব্যাটিং প্রদর্শন করেছে। ওদের অনেক পরিণত খেলোয়ার আছে যারা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে’।
মাশরাফি প্রসঙ্গে বলতে গিয়ে আকরাম বলেন,’ মাশরাফিরর ক্যাপ্টেন্সি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।
ম্যাশ দলে এক সুতোয় বেঁধে রাখতে পাররে এটা ওর বড় গুন। টাইগার টিম সিরিয়র-জুনিয়রদের মেলবন্ধনে গড়া। ওরা ওদের সর্বোচ্চাটা দিতে পারলে ঠিকই একদিন তারা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হবে।’

Sort:  

Upvoted ☝ Have a great day!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82461.59
ETH 1912.95
USDT 1.00
SBD 0.80