ধান চাষ

in #plantingrice6 years ago

ধান চাষ 

আমাদের গ্রামের মানুষ অনেক কঠোর পরিশ্রম করে। তারা বেশীর ভাগ মানুষ মাঠে কাজ করে । আমাদের গ্রামের মানুষ বিভিন্ন চাষাবাদ করে থাকে। তার মধ্যে অন্যতম হল ধান চাষ। এই ধান চাষ করে গ্রামের মানুষ তাদের জীবন নির্বাহ করে থাকে। অনেক কষ্ট করে তারা এই ফসল ঘরে তলে। অনেক সময় চাষিদের অনাহারে দিন অতিবাহিত করতে হয় । তাদের একটা ফসল বাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট করা লাগে। অনেক সময় তাদের ফসল আকাশের পানিতে ডুবে নষ্ট হয়ে যায় তখন তারা আনাহারে দিন যাপন করে থাকে। ধান আমাদের দেশের প্রধান ফসল যার মাধ্যমে আমাদের দেশের মানুষ প্রধান খাদ্য পেয়ে থাকে । এই চাষ করে আমাদের গ্রামের মানুষ তাদের জীবন যাপন করে থাকে। এই চাষের ওপর নির্ভর করে তাদের সংসার পরিচালনা করে। গ্রামের মানুষরা এই চাষাবাদ করে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে থাকে। আমাদের দেশে এই গ্রামের চাষিদের কোন মূল্য দেয় না। এই চাষিদের যদি মূল্য দিতো তাহলে তাদের জীবনটা অনেক সুন্দর কাটতো তাদের তেমন কোন কষ্ট থাকতো না। তারা আমাদের দেশে নানা ধরনের ধান চাষ করে মানুষের মুখে খাবার তুলে দেয়। এই ধান চাষ করতে আমাদের গ্রামের মানুষ অনেক কষ্ট করে । ধানে পানি দিতে অনেক সময় নানা ধরনের মেশিন বব্যহার করে কিন্তু তারা টিক সময়ে তেল , সার পায় না এই জন্য তাদের চাষে অনেক ক্ষতি হয়ে থাকে। আমাদের দেশের চাষিরা এই জন্য অনেক পিছেয়ে রয়েছে তাদের চাষে যেন আরও ভালো করতে পারে সেই জন্য তাদের খেয়াল রাখতে হবে। 

Sort:  

You got a 6.67% upvote from @dailyupvotes courtesy of @nimboo!

To support this service please vote for @chitty as a witness.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 96277.96
ETH 2823.68
SBD 0.68