আনারসsteemCreated with Sketch.

in #pineapplelast year

আনারস আমাদের দেশের একটি অনেক পরিচিত ফল। প্রায় সারা বছরেই আমাদের দেশে আনারস পাওয়া যায়। তবে মৌসুমে বেশি আনারস পাওয়া যায়। বর্তমানে বাজারে আনারস দেখতে পাওয়া যায়। বর্তমানে যে কোন জায়গায় গেলে আনারস পাওয়া যায়।


Pixabay

আনারস মাখা খেতে মানুষ বেশি পছন্দ করে থাকেন। আমাদের এখানে বেশ কয়েকটি দোকান আছে যেখানে আনারস মাখা বিক্রি করা হয়। আমি জীবনে কখনো বাহিরে আনারস মাখা খেয়ে দেখি নি। আনারস কিছুটা টক স্বাদের হয়ে থাকে। তবে আনারসের মধ্যে এসিড থাকে৷ আনারসন অনেকেই খেতে চায় না।


Pixabay

কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম সেখানে একজন বৃদ্ধ লোককে দেখলাম তিনি ভ্যান গাড়িতে করে আনারস বিক্রি করতে ছিলেন। হয়তো তিনি আনারস বিক্রির উদ্দেশ্যে নিয়ে বেড়াচ্ছিলেন নয়তো আনারস মাখা বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছিলেন।


Pixabay

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 80637.74
ETH 1592.43
USDT 1.00
SBD 0.66