আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 89
চন্দ্রাদি বলল, 'তা স্বজাতের মধ্যে করেছে তো?
'জানি না। ছেলের নাম ঠিকানা আমরা কেউ জানি না, শুনলে তো।'
বউদি বলল, 'ও অবশ্য খোঁজখবর নিয়ে দেখবে। বলেছে তিতিরকে ভাল করে বোঝাবে ও। তুমি এখনই ওদের কিছু বলতে যেয়ো
'নারে। তা হয় না। তথাগতর জীবনটা নষ্ট করে কী হবে।'
'কেন?' বউদিও যেন অবাক। 'তোর বর যদি বুঝিয়ে রাজিও করায় তা হলে কি তিতির মন থেকে ছেলেটার অস্তিত্ব মুছে
ফেলতে পারবে? কক্ষনও নয়। আর একদিন না একদিন তথাগত ঠিকই জানতে পারবে যে ওর
বউয়ের বয়ফ্রেন্ড ছিল। তখন কী হবে।' এতক্ষণ তিতির তার ঘরে বসে কথাগুলো শুনছিল। এবার সহজ ভঙ্গিতে বেরিয়ে এসে হাসল, 'আরে তুমি। কখন এলে?'
চন্দ্রাদি জবাব দিতে গিয়েও পারলেন না, বললেন, 'তুমি বাড়িতেই আছ।'
'হ্যাঁ। আজ কোথাও বের হইনি। বউদি, ওঁকে চা-টা দাওনি?'
'না। দরকার নেই। তোমার সুখবর শুনলাম।'
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
'কীরকম?'
'নিজের বর নিজেই ঠিক করে ফেলেছ। তা ছেলেটি কী করে?'
'সবকথা ঠিক সময়ে জানতে পারবে।'
'তা তো পারব। কথাটা গতকালই বলে দিতে পারতে।'
'ওমা। তোমরা তো আমায় জিজ্ঞাসা করোনি।'
'তুমি তো জানতে আমরা কেন এসেছিলাম?'
'আমরা পরে জেনেছিলাম। যদি জানিয়ে আসতে তা হলে সুযোগ পেতাম জানিয়ে দেওয়ার। আমি
জানি না বউদি জানত কি না।'
'তুমি যে এমন কাণ্ড করে বসেছ তা তো আমি অবধি জানি না', বউদি বলল।
'কীরকম কাণ্ড?
'শুনলে তো নিজেই নিজের বর ঠিক করেছ।'
'ও হো, একথা তোমাদের কে বলল? দাদা আমায় জিজ্ঞাসা করেছিল কোনও ছেলের সঙ্গে আমার রিলেশন আছে কি না? আমি বলেছি, আছে। রিলেশন থাকা মানে তাকে বর হিসাবে ঠিক করেছি একথা তো কাউকে বলিনি। তোমরা কল্পনা করে নিয়েছ।' তিতির হাসল।
চন্দ্রাদি বলল, 'একজনের সঙ্গে রিলেশন রেখে আর একজনকে বিয়ে করা যায়?' 'সেকথাই তো দাদা-বউদিকে বলতে চেয়েছি। আবার যার সঙ্গে রিলেশন আছে বলে ভাবছ
তাকেই যে বিয়ে করতে হবে এমন কোনও কথাও নেই।'
চন্দ্রাদি গম্ভীর মুখে বললেন, 'ভাবছি মানে?'
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
'ব্যাপারটা খুব গোলমেলে চন্দ্রাদি।'
সঙ্গে সঙ্গে চন্দ্রাদি উঠে পড়লেন, 'আমি চলি। এ ব্যাপারে আর কথা না বলাই ভাল। যা সত্যি তাই না হয় তথাগতকে বলে দেব।'
চন্দ্রাদি চলে যাওয়ার পর বউদি বলল, 'তুমি ওভাবে কথা বলছিলে কেন?' 'কীভাবে?'
'যেন ওঁর সঙ্গে কথা বলতে মজা পাচ্ছিলে।'
ওমা। আমি তো সিরিয়াসলি বলছিলাম।'
' 'মা, আপনি বলুন তো, যার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তাকে বিয়ে করবে কি না এখনও স্থির করেনি। এ কেমন কথা?'
মা বলল, 'আমার এসব আর ভাল লাগছে না।' বউদি বলল, 'তুমি যার কথা বলছ তার নাম কী? কোথায় থাকে?'
'কেন?' 'এটা আমাদের জানা দরকার। মা, আপনি ওকে জিজ্ঞাসা করুন।'
'কী জিজ্ঞাসা করব বলো। ও বানিয়ে গল্প শুনিয়েছে। কারও সঙ্গেই ওর কোনও সম্পর্ক তৈরি হয়নি। এখন মনে হচ্ছে হলে আমি বেঁচে যেতাম।'
"শুক্ষ ভাবে পড়েন এই ছদ্মনাম দিয়ে প্রিয়জনের গল্পটা, অথচ নাম আর কোনো বিষয় বলেন নি 😊।"
I also gave you a 0.22% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉
Help Us Secure the Blockchain for You
Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:
Get Involved