আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 37
সে অনেকদিন আগেকার কথা। কোরিয়ার এক গ্রামে হিমন নামে একটা ছেলে বাস করতো। তার মা বেঁচে ছিলেন না। তাই বাবাই ছিলো হিমনের সবকিছু। হিমনের ছিলো প্রচুর বন্ধু-বান্ধব। তাদের বাড়িতে, তার বন্ধুদের আসা যাওয়া চলতো সারাদিন ধরে। এমন কি কেউ কেউ দিনে কয়েকবার পর্যন্ত আসতো। বন্ধুরা বাড়িতে এলে, হিমন তাদের সাথে গল্প গুজব আর হাসি তামাশা করে কাটাতো। অন্য দিকে তার বাবার বন্ধুদের, তাদের বাড়িতে খুব একটা আসতে দেখা যেতো না।
তারা খুবই কম আসতেন। হিমন ভাবতো তার বাবার জীবনটা খুব নিরস। বাবা বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেয় না, গল্প গুজব হাসি তামাশা করে না। তার বাবার বন্ধুদের সাথে আড্ডাবিহীন জীবন কাটাতে দেখে সে খুব আশ্চর্য হতো। তাই একদিন হিমন তার বাবাকে বলেই ফেললো- বাবা, তোমার কোনো বন্ধু নেই? হ্যাঁ, আছে তো- বাবা জবাব দিলেন। যদি থাকে, তারা কেন তোমার সাথে দেখা সাক্ষাৎ করেন না?
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তুমি কি মনে করো কেউ তোমার বন্ধু হলে, তাকে তোমার সাথে দেখা করতে হবে? তাকে তোমার বাড়িতে আসতেই হবে? বাবা বললেন। আমার বন্ধুদের বেশিরভাগই হচ্ছে কাজ পাগল মানুষ। তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় কাজের জায়গাগুলোতে। হিমন বাবার কথা শুনে মাথা নাড়লো ঠিকই, কিন্তু সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারলো না।
হিমন বাবাকে উদ্দেশ্য করে বিজ্ঞের মতো বললো- যদি কারো বন্ধু থাকে তবে তার উচিত বন্ধুর সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা। মাঝে মাঝে একে অপরের বাড়িতে যাওয়া। এটা হচ্ছে আনন্দ লাভের অন্যতম উপায়। এতেই আনন্দ পাওয়া যায়। আমি নিশ্চিত নই যারা তোমার কাজের সময়, কাজের স্থানে (চাকরির স্থানে) দেখা সাক্ষাৎ করে, তারা তোমার প্রকৃত বন্ধু কি না।
হিমনের এ মন্তব্যে বাবা কিছুটা অসন্তুষ্ট হলেন, তবে তা প্রকাশ করলেন না। ওই দিনই বাবা- ছেলে মিলে সিদ্ধান্ত হলো- কীভাবে প্রকৃত বন্ধু খুঁজে বের করা যায়, তার একটা উপায় বের করতে হবে। এবং তার মাধ্যমে প্রকৃত বন্ধু যাচাই করতে হবে।
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
পরদিন বিকালে একটা ভেড়া জবাই করলেন হিমনের বাবা। ভেড়ার বেশ খানিকটা মাংস প্যাকেট করে, প্যাকেটটা একটা থলের মধ্যে পুরে হিমনের হাতে দিয়ে বললেন- এই মাংসের থলিটা হাতে নিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটা শুরু করো। হিমন যখন থলে হাতে রাস্তায় আসলো, তখন সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আকাশে চাঁদের দেখা নেই।
খানিকটা পথ হাঁটার পর বাবা বললেন কোথায় তোমার বন্ধুর বাড়ি? গ্রামের প্রায় সমস্ত বাড়িতেই আমার বন্ধু রয়েছে, হিমন উত্তর দিলো। যদি তাই হয়, তবে দ্রুত তোমার কোনো এক বন্ধুর বাড়িতে যেয়ে বলো- তোমাকে লুকিয়ে রাখতে। কেন? আমি দেখতে চাই তোমার বন্ধুরা তোমার ওপর কতোটা.........
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @upex with a 0.21% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @taskiaakther,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community