পুরুষদের জন্য বিশেষ উপকারী ডিমের কুসুম

in #photography7 years ago

অনেকে সময়ই পুরুষরা ডিমের সাদা অংশটি খেয়ে ডিমের কুসুম খান না। কিন্তু পুরুষদের জন্য বিশেষ উপকারী কিছু পুষ্টিগুণ রয়েছে ডিমের কুসুমে, যা অনেকেই জানেন না। চলুন জেনে নেয়া যাক উপকারিতাগুলো।
১। ডিমের কুসুমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস থাকে, যা ছেলেদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে।
২। কুসুমে অতিরিক্ত পরিমাণে কপার থাকে, যা ছেলেদের টাক পড়া রোধ করে।1522824513.jpg
৩। কুসুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় ছেলের মাংসপেশি এবং অ্যাবস শক্তিশালী হয়।
৪। প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকায় ডিমের কুসুম খেলে হাড় শক্ত হয়।
৫। ডিমের কুসুমে কোলিন থাকে, যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৬। কুসুমে প্রচুর মাত্রায় আয়রন থাকায় তা অ্যানিমিয়া রোধে সাহায্য করে।
৭। ডিমের কুসুমে ভিটামিন-ই থাকে, যা ছেলেদের ত্বক ফর্সা করতে সাহায্য করে।
৮। কুসুমে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা খেলে দাঁত এবং মাড়ি মজবুত হয়।
৯। ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রেও ডিমের কুসুম উপকারী। কারণ এতে ভিটামিন কে থাকে।
নাগরিককন্ঠ/ সামি

Sort:  

This post has received a 0.45 % upvote from @drotto thanks to: @shadown.

This is plagiarism source
@steemcleaners please down this post

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97445.74
ETH 3477.06
USDT 1.00
SBD 3.16