বৈচিত্র্যময় ঋতু হচ্ছে শরৎ কালsteemCreated with Sketch.

in #photographylast year

বর্ষা কাল পেরিয়ে শরৎ এর আগমন হয়৷ শরৎ কালে সারদীয় দূর্গা পূজা হয়ে থাকে৷ শরৎকাল প্রায় শেষের দিকে৷ শরৎ কাল শেষ হলে আসবে হেমন্ত কাল৷ শরৎ কাল হচ্ছে বৈচিত্র্যময় একটি ঋতু৷ এই ঋতুর কিছুই বুঝে উঠা যায় না৷ কখন যেয়ে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় আবার কখন প্রখর রোদ হয় বোঝা মুশকিল। আমি শরৎকালকেই ভালোবাসি৷ শরৎ কালে আমার পছন্দের ফুল শিউলি ফুল ফুটে৷ শিউলি ফুলের গন্ধ বেশ সুন্দর। এই ফুল সন্ধ্যায় ফোটে৷ সারারাত গন্ধ ছাড়া। সকালে ঝরে যায়৷ শরৎ কালে অন্যতম একটি ফুল হলো কাশফুল৷ ঢাকায় কাশফুলের একটি জায়গা আছে৷ দর্শনার্থীরা সেখানে যায় ঘুরতে৷ প্রতিদিন বছর এই সময় সেখানটা মানুষের ভিরে মুখরিত থাকে৷ এত মানুষের চাপ থাকে বলার বাইরে৷ অনেকে সেখানে গিয়ে সেলফি তোলে ফেসবুকে দেন৷ আবার কেউ টিকটক ভিডিও বানান৷ আবার কেউ ভ্লগ বানিয়ে ইউটিউবে শেয়ার করেন৷ আমি কখনও ঢাকায় সেখানে যাই নাই৷ কাশফুল নদীর ধারে হতে দেখা যায়। আমাদের এখানে একটি ক্যানেল আছে৷ সেখানে কাশফুল এর গাছ আছে৷

1000001856.jpg

1000001839.jpg

1000001838.jpg

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106962.01
ETH 3346.27
SBD 4.41