[ফোটোগ্রাফি পোস্ট] প্রোফেসর শঙ্কু পার্কে একদিন : পর্ব - ০২
গত পর্বে বলেছিলাম যে "প্রোফেসর শঙ্কু পার্কটি" মোট ছ'টি অংশে বিভক্ত । প্রথম অংশ ছিল ওই যে চত্বরটা, কাল যেটার ফোটো শেয়ার করলাম । ওই চত্বরটা বা অংশের নাম "শঙ্কুর ল্যাব" । এরপরের অংশের নাম হলো Corvus Playzone । আজ এই অংশের ফোটোগ্রাফি শেয়ার করতে চলেছি । এই অংশের পুব দিকে রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড এবং কিছু রাইডস । আর পশ্চিম দিকে রয়েছে গল্পে বর্ণিত প্রোফেসর শঙ্কুর বাগানের আদলে তৈরী একটি বাগান, নানান ফুলের গাছ দিয়ে সাজানো । কিছু বড় গাছও রয়েছে এই অংশে ।
বাগানের ঠিক মাঝখানে বেশ উঁচু একটা বাঁধানো বেদী আছে । এখানে দাঁড়ালে সমগ্র পার্কটা দৃষ্টিগোচর হয় । এখানে শঙ্কু কাহিনী "কর্ভাস" এ বর্ণিত পাখি পড়ানো যন্ত্র অর্নিথন এর আদলে তৈরী একটি বিশাল লৌহ নির্মিত গোলাকার খাঁচা রয়েছে ।
এখানে অনেক ফুলের গাছ আছে । গাছের ফুল তোলায় কোনো বিধি নিষেধ নেই । তাই প্রায় সব গাছই ফুল শূন্য । শুধু কুঁড়ি গুলো রেহাই পেয়েছে । তনুজা বেশ কয়েকটি ফুল ছিঁড়ে খোঁপায়, কানে গুঁজলো । এখানে একটু ঝোপঝাড় বেশি । আর প্রচুর বেঞ্চি রয়েছে ফুল গাছের ঝোঁপে ঝাঁপে যার সবক'টিই কপোত কপোতিদের দখলে । অবস্থা দেখে শুনে এই পার্কটির নাম "শঙ্কু পার্ক" না হয়ে "প্রেম কানন" বা "Love Park" হওয়া উচিত ছিল ।
অবশ্য "নির্লজ্জ পার্ক" নাম দিলেও হতো । কারণ, এই সব কপোত কপোতীদের নির্লজ্জতার সব সীমা সেদিন এই পার্কে লঙ্ঘন হওয়ার বহু নজির প্রতক্ষ্য করেছি ।
যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন -