প্রাকৃতিক সৌন্দর্য - আমার নিজের লেখা কবিতা এবং ফটোগ্রাফি।। পর্ব-০১

in #photography6 months ago

আসসালামু আলাইকুম।।
আপনাদের কে স্বাগতম, আশাকরি সবাই ভালো আছেন।

20240419_180029.jpg
সুন্দর আকাশ সুন্দর নীল!
চারদিকে দেখি শুধু প্রাকৃতিক মিল।
কতোই না রয়েছে সৌন্দর্যের ভীর!
মন হারায় সৌন্দর্যের মায়ায়।
মন মিশেছে তাহারি মাঝে!
অন্ধ মায়ায় জড়িয়েছে যেখানে।
দিন নাই রাত নাই মন পড়ে আছে তাহারি মাঝে!
মনে মনে বলি পাবো কি তাহারে আমি।
কি বা আছে মনি মুক্তা মায়া তাহার মাঝে!
না পাই যদি আমি।
মায়ায় ভরা মন করিয়াছে দহন এই সৌন্দর্যের কারন!
কিরূপ চাহুনি তাহার পলক পরে না যাহার।

20240419_181319.jpg
সুবাস তাহার গায়ে লাগে সন্ধা বেলায়!
বাতাস বহে চারিদিকে বহে তাহার মায়া।
বসন্তে ওই ফুল ফুটেছে কতো মেলা ওই!
কে কে যাবি সেই মেলাতে সন্ধা বেলা ওই।
সন্ধা বেলায় সুবাস তাহার ছুটছে এলোমেলো!
ছুটছে সবাই আপন মনে ছুটছে নীরের টানে।
নীর হারা প্রতীক যারা যাচ্ছে আপন দিকে!
আপন আপন করছে তারা যাচ্ছে আপন খোঁজে।
দিন যায় রাত আসে!
আসে শত মেলা সেই মেলায় সুবাস ছরায় সন্ধ্যা বেলার মেলায়।
মেলাতে মিলছে সুবাস কত শত রুপে!
শত রুপে মিললে ও সেতো আসলে সুবস।

ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 86013.21
ETH 2119.66
USDT 1.00
SBD 0.63