আল্লাহ ওলিদের নামাজ

image
হযরত সিররী রাহ: বলেন আমি আমার খেদমতের জন্য একটি বাদী কিনিলাম। নিজের আবস্থা গোপন রাখিয়া কিছু দিন আমার খেদমত করিতে লাগিল। নামাজের জন্য তাহার একটি জায়গা নির্দিষ্ট ছিল। যখণী সে কাজ কর্ম হইতে অবসর হইয়া যাইত, তখন সে সেখানে যাইয়া নামাজে মশগুল হইয়া যাইত। এক রাতে আমি তাহাকে দেখিলাম কিছু সময় সে নামাজ পরে আবার কিছু সময় মোনাজাত করে। মোনাজাতে সে বলেযে, হে আল্লাহ তোমার যে মোহাব্বত আমার সাথে রয়েছে ওহার ওসিলায় তুমি আমার এই এই কাজ করিয়া দাও।আমি তাহাকে উচ্চস্বরে বলিলাম হে মহিলা তুমি এরূপ বল যে, তোমার সাথে আমার যে মহাব্বত রহিয়াছে তার অসিলায়।এই কথা শুনিয়া সে বলিল হে আমার মনিব আমার প্রতি যদি তার মহাব্বত না থাকিত তাহলে আপনাকে নামাজ হতে দূরে রাখিয়া আমাকে নামাজে দাড় করাতেন না। সিররী রাহ: বলেন যখন সকাল হল আমি তাকে ডেকে বললাম, তুমি আমার খেদমতের উপযুক্ত নও তুমি আল্লাহর এবাদাতের উপযুক্ত তাপর তাকে কিছু সামান দিয়ে আজাদ করে দিলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97598.12
ETH 3384.04
USDT 1.00
SBD 3.12