খেয়ানত করার পরিনাম

image
হযরত আবু হুরায়রা রা: বলেন, হযরত রেফায়া রা: হুজুরে পাক সা: এর খেদমতে একটা গোলাম হাদিয়া সরূপ পেশ করিলেন। সে খায়বার যুদ্ধে হুজুরের সাথে সরিক হয়। কোন এক স্থানে হুজুরের উট বাধার সময় হটাত একটা তীর তার গায়ে লাগিয়া সে মারা যায়। লোকজন বলিয়া উঠিল তার শাহাদাত মোবারক হক।হুজুর সা: বলিলেন না না সে একটা চাদর খেয়ানত করিয়াছে। যা আগুন হয়ে তার গায়ে জরায়া আছে।
এটা হচ্চে খেয়ানত করার শাস্তি। আল্লাহ তায়ালা আমাদেরকে হেফাজত করুন।আমিন...........

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 101978.84
ETH 3250.21
SBD 3.99