আব্দুল আজিজ রাহ: এর রাজত্বকাল।

quote image
ইসলামি রাষ্ট্রের একজন খলিফা, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ।তার স্ত্রী ছিলেন বাদশা মালেকের কন্যা। পিতা কন্যাকে ইনেক অলংকার ও ধনরত্ন দিয়েছিলেন। বিশেষ করিয়া এইগুলির সংে একটি অতুলনীয় হিরক দিয়েছিলেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ একদিন তাহার বিবিকে ডেকে বলেন, দুইটি বিষয়ের মধ্যে জেকোন একটি তুমি গ্রহন কর।তোমার এই সমুদয় ধনরত্ন আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও আমি তা বাইতুল মালে জমা করে দিব।অন্যথায় তুমি আমার সাথে সম্পর্ক ত্যাগ কর। কারন ধনরত্ন ও আমি এক ঘরে থাকিতে পারিনা বিবি বলিলেন এই ধনরত্ন একেবারেই নগণ্য। ইহা হইতে আর অনেক বেশি হলেও আমি এইসবের বিনিময়ে আপনাকে ত্যাগ করিতে পারিনা।এই কথা বলিয়া সমস্ত মাল বাইতুল মালে জমা করিয়া দিলেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 101645.83
ETH 3236.11
SBD 4.03