CapturesteemCreated with Sketch.

in #photography3 years ago

https://ibb.co/8zHV8nX
park-3116883.jpg

#আসসালামু আলাইকুম প্রিয় সদস্য বৃনদ, এটা আমার আরেকটি ফতগ্রাফি কেমন হয়েছে এবং কতটা সুন্দর ছবি তুলতে পারছি জানিনা, আপনারা সবাই অবশ্য জানাবেন কমেন্ট করে। এই ছবিটি তুলেছিল আমার এক বন্ধু, সরেজমিনে আমরা ২ জন ছিলাম খুবই নিরজন এক জায়গা, আমাদের মনে মনে ভয় ভয় কাজ করছিলো। যা-ই হোক সুন্দর কোলাহল পুরন এক পরিবেশ।আমরা এই দুনিয়ায় খনস্থায়ি,চিরকাল থাকবনা থাকবে এই দুনিয়া, থাকবে।আমরা এসেছি দুনিয়ায় মহান আল্লাহ তায়ালা র এবাদত করতে, এসেছি তার সমস্ত হুকুম গুলো পালন করতে, এই দুনিয়ায় যারা মানুষকে ঠকিয়েসে তারাই,হেরেছে এটাই স্বাভাবিক, বা ভিধাতার লিখন।আমাদের সমাজের মধ্যে থিক এমন কিছু আছে যারা অন্নের অধিকার হনন করে নেয়,তারা অন্ন মানুষের জীবন কে নরকে পরিনত করে তাদের দুঃখ কষ্ট ভাগ করার মতো কেউ নেই, তাই তাদের পাসে দারান, আসুন এটা আমার বড় অনুরোধ করছি আমার ছবিতে 👍,মন্তব্য করুন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 89583.70
ETH 2190.69
SBD 0.77