কোলকাতার পুজো
দেখতে দেখতে আমার কোলকাতার পুজো পর্বের ন'টা পর্ব কমপ্লিট করে আজ দশম পর্ব প্রকাশ করতে চলেছি । আজকে দেখাবো "শিকদার বাগানের পুজো প্যান্ডেল" । এরা প্রত্যেক বছরই ইউনিক প্যান্ডেল করে, তবে এবছরটা তেমন জমকালো করতে পারেনি । সব মিলিয়ে মোটামুটি লেগেছে আমার কাছে ।
তবে এবছর শিকদার বাগানের পুজো প্যান্ডেলের মূল থিম ছিল "আত্মজ্ঞান, আত্মশুদ্ধি, প্রজ্ঞা, মন আর বুদ্ধি", যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো । আত্মজ্ঞান উপলব্ধি করার একমাত্র উপায় হলো প্রচুর বই পড়া, প্রজ্ঞা আর বুদ্ধির জন্যও বিদ্যার্জনই একমাত্র উপায় । এই পুজো প্যান্ডেলে তাই প্রচুর বই নিয়ে বেশ কয়েকটি লাইব্রেরি ধাঁচের প্যান্ডেল সজ্জা করা হয়েছে । দারুন সুন্দর ছিল এই সকল লাইব্রেরি ধাঁচের প্যান্ডেল সজ্জা ।
আত্মশুদ্ধির জন্য দরকার সঠিক ধর্মাচরণ আর ধ্যান ও যোগ । যে যে ধর্মের মানুষ তাকে স্ব স্ব ধর্মাচরণের সঠিক পথটি বেছে নেওয়া একান্তই জরুরি । সঠিক ধর্মাচরণ আর গোঁড়ামি কিন্তু এক নয় । অন্ধ ধর্ম বিশ্বাস আর গোঁড়ামি মানুষের মনকে অন্ধকারাচ্ছন্ন করে । সঠিক ধর্মাচরণ মানুষকে আলোর পথ দেখায় । আত্মশুদ্ধি একান্তই দরকার যদি আপনি ঈশ্বরের কাছাকছি যেতে চান, তাঁর প্রদর্শিত পথে চলতে চান । মণ্ডপের এক জায়গায় দেখলুম বাইবেল, গীতা আর কোরান পাশাপাশি রাখা আছে ।
মন অর্থাৎ মননের জন্য যোগ ও ধ্যান করা একান্তই জরুরি । এতে মন কখনো চঞ্চল হয় না, ধীর, স্থির, শান্ত থাকে সব সময় । চঞ্চল মনে কোনো কাজই সুচারুরূপে সম্পন্ন করা যায় না । কিন্তু, শান্ত শির স্থির মনে যে কাজেই হাত দেয়া হোক না কেন সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা পসিবল ।
সব মিলিয়ে আমার কাছে প্যান্ডেলের থিমটা বেশ চমৎকার লেগেছে ।
বাঁশ আর পেতল দিয়ে মণ্ডপের বহির্তোরণ সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে ।
তারিখ : ২৩ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।