নিজের কিছু ভাল ছবি
ছবি তোলার জন্য নিজের কিছু ভাব দরকার হই।সুন্দর ছবি তুলতে হলে নিজের ভিতরে অনুভুতি যোগাতে হই।ভাল ছবি তোলার জন্য অবশ্য ফোটোগ্রাফিদের ঠিক করে দিতে হই কিভাবে ছবিটা তুল্লে ভাব হবে।এখেত্রে সময়ের দরকার হই।পজিশন বুঝে ভাল সুন্দর জায়গা নির্বাচন করে তারপর ছবি তুলতে হবে।
অনেক সময় ক্যামেরার সামনে গেলে নিজের পোজিং হারিয়ে যাই।সেই জড়তা দুর করে সিমপিল ভাবে কিছু স্টাইল নিলে ছবি ভাল হবে।এই ছবি গুলা আমার ভাই তুলে দিয়েছে।