ফোটোগ্রাফি পোস্ট : হঠাৎ একদিন ইকো পার্কে বিকেল ও সন্ধ্যাটা উপভোগ করা - পর্ব ০২ [শেষ পর্ব]steemCreated with Sketch.

in #photography2 years ago


ইকো পার্কের "সপ্তাশ্চর্য" । এটি আসলে বিশ্বের সাত আশ্চর্য স্থাপত্য রেপ্লিকাগুলি নিয়ে একটি প্লেস । এই সপ্তাশ্চর্যে এর আগেও বহুবার এসেছি । সেদিনও গিয়েছিলাম । সন্ধ্যার সময়টাতে আলোকমালায় খুব সুন্দর করে সেজে ওঠে এই স্থানটি । বড় মনোরম লাগে তখন । তাই ভাবলাম সন্ধ্যেটা কাটিয়েই আসি এখানে ।

সন্ধ্যে ছ'টার দিকে ঢুকলুম ইকো পার্কের সপ্তাশ্চর্যে । বেশ অনেকটা জায়গা ঘিরে গড়ে উঠেছে এটি । সাতটি আশ্চর্য স্থাপত্য গুলি হলো - মিশরের পিরামিড, জর্ডানের পেত্রা মন্দির, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, ইস্টার আইল্যান্ডের মোয়াই, ভারতের তাজমহল, ইতালির কলোসিয়াম এবং চীনের মহা প্রাচীর ।

আমরা শুরু করলাম গিজার পিরামিড দিয়ে । গিজার সেই সুউচ্চ তিনটি পিরামিডের রেপ্লিকা, সাথে স্ফীনক্স এর সেই সুবিখ্যাত মূর্তি । একটা পিরামিডের ভেতর আবার প্রবেশ করা যায় । ভেতরে একটা মমির রেপ্লিকা রয়েছে । আর আছে কিছু ঈজিপ্সিয় আর্ট ।

এরপরে গেলুম জর্ডানের পেত্রা মন্দিরে । পাথর কেটে কেটে প্রাচীন এই মন্দির গড়ে তোলা হয়েছিল । এর মধ্যে প্রাচীন গ্রীক ও রোমান দেব-দেবীর মূর্তি রাখা রয়েছে ।

পেত্রা থেকে বেরিয়ে আমরা গেলুম ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার দেখতে । সুউচ্চ পর্বতের উপরে যীশু খ্রীষ্টের বিশাল এই মূর্তিটি অবস্থিত । আলোকসজ্জায় ঝলমল করছে ।

এটা দেখার পরে গেলুম ইস্টার আইল্যান্ডের মোয়াই দেখতে । বিশাল বিশাল অসংখ্য পাথরের মূর্তি রয়েছে এখানে । বিস্ময়কর ।

এখান থেকে বেরিয়ে গেলাম আগ্রার তাজমহলে । তাজমহল, এ এক মুঘল স্থাপত্যের অনন্য সৃষ্টি । সন্ধ্যায় আলোকঝলমল তাজমহল দেখতে খুবই সুন্দর লাগছিলো ।

তাজমহল থেকে আমরা গেলুম ইতালির রোমে অবস্থিত কলোসিয়াম দেখতে । এই সেই প্রাচীন এমফিথিয়েটার যেখানে গ্ল্যাডিয়েটর যোদ্ধারা হিংস্র পশু আর যোদ্ধাদের সাথে মরণপণ যুদ্ধ করে মানুষদের বিনোদন দিত ।

সবশেষে আমরা গেলুম চীনের মহাপ্রাচীর দেখতে । সারা বিশ্বের বিস্ময় এই মহাপ্রাচীর । দৈর্ঘ্য আর প্রস্থে সুবিশাল এই প্রাচীর সত্যিই অপার বিস্ময় জাগায় মনে ।

সবশেষে আমরা আমাদের এই ছোট্ট অভিযান শেষ করে বাড়ির পথে রওনা হলুম ।


মিশরের পিরামিড (রেপ্লিকা)।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ১০ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

স্ফীনক্স এর মূর্তি আর প্রাচীন ঈজিপ্সিয় দেব-দেবীর মূর্তির আর্ট ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ১০ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

তাজমহলের পেছনভাগ ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ১৫ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আলো-ঝলমলে পেত্রার মন্দির ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ২০ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্রাইস্ট দ্য রিডিমার ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ২৫ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

দূর থেকে তাজমহলের দৃশ্য ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ৩০ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

কাছের থেকে তাজমহলের দৃশ্য ।

তারিখ : ১৪ মার্চ ২০২৩

সময় : বিকেল ৬ টা ৩৫ মিনিট

স্থান : ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২৫ মার্চ ২০২৩

টাস্ক ২১৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
#photography#photo#image#travel#amarbanglablog

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55