My Travel photography part-1
ফটোগ্রাফি কার না পছন্দ? এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা যে নিজের বিশেষ মুহূর্ত কে ক্যামেরায় বন্দি করতে চায় না। সবাই চায় নিজের বিশেষ বিশেষ দিনের বা সময়ের ছবি তুলে রাখতে। আমার অ ভীষণ প্রিয় ছবি তোলার কিন্তু পারিবারিক জীবন আর কাজের ভীরে এই স্বপ্ন সবসময় পুরন হয়না। আশা করি আজ থেকে মাঝে মাঝে চেষ্টা করবো নিয়মিত কিছু পোস্ট করার।
আমরা সেই পোস্ট এবং আপনার নিজিস্ব ফটোগ্রাফির আশায় রইলাম
Thanks @bangladesh71
nice photograph.
Are you take this?