ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি।

in #photography6 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240422-WA0001.jpg

IMG-20240422-WA0002.jpg

আজকে আপনাদের মাঝে বিভিন্ন রকম কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এর মাঝে" ভিন্ন ভিন্ন কিছু ফুল দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম যে ফুলটি শেয়ার করছি এটার নাম আমার জানা নেই। এগুলো একদম ছোট ছোট ফুল যেগুলো জমিতে বিস্তৃত আকারে রয়েছে। এগুলো অনেকটা টাইম ফুলের মতো দেখতে। তবে তেমনও নয়। এই ছবিটা তুলেছিলাম অনেক আগে। গ্যালারিতে রয়ে গেল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যায়। দেখতে খুবই সুন্দর ফুল, কোন সুগন্ধ নেই। এটা বাগানে যদি বিস্তর আকারে চাষাবাদ করা যায় তাহলে বাগানটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে।

IMG-20240422-WA0050.jpg

যাহোক এখানে আরো কিছু ফুল দেখতে পাচ্ছেন যেগুলো হলুদ রঙের ফুল। অনেকটা কচুরিপানা ফুলের মত দেখতে মনে হয়। কিন্তু এগুলো কচুরিপানার ফুল নয়।এগুলো নার্সারিতে খুব সুন্দর করে এক পাশে সাজানো আছে। এই ফুলগুলো কিছুটা সময়ের মধ্যে এগুলো আবার ফেইড হয়ে যায়।এ ফুলগুলো তেমন কোনো সুগন্ধ নেই তবে দেখতে অনেক বেশী সুন্দর।

IMG-20240422-WA0048.jpg

IMG-20240422-WA0049.jpg

হলুদ রঙের ফুলের মত অন্যান্য রঙের ফুলগুলো আছে যেগুলো ছবি আলাদা ভাবে তোলা হয়েছে। তবে আজকে আর শেয়ার করি নি। ভাবলাম অন্য একদিন এই ফটোগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কারণ অনেক অনেক ফুল আছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় নি।

আজকের মত এই ফটোগ্রাফি গুলো শেয়ার করে নিলাম।আগামীতে আরও কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম১২
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

ছবি গুলা অনেক সুন্দর আপু , ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67