রাস্তার দুপাশে লাগানোর জন্য অসাধারণ একটি গাছ
আমরা যে রাস্তা দিয়ে প্রতিদিন হাটা চলা করি সেই রাস্তাও হওয়া চাই সুন্দর , মনোরম । সব কিছু সুন্দর হোক এটা সবাই চাই । সবকিছু সাজানো ও গোছানো হলে একটা আত্ম তৃপ্তি পাওয়া যায় । বাসার সামনের রাস্তাটা সুন্দর হলে তা একটা আগন্তুক বা অতিথিকে স্বাগত জানানোর প্রতীকী বহন করে । এই গাছ গুলো লাগানো হলে রাস্তায় ধুলাবালিও কম হয় । যা আমাদের অনেক সময় অস্বস্তিতে ফেলে দেয় ।
এছাড়া রাস্তার পাশে গাছ লাগালে মাটির ক্ষয় রোধ করা যায় । গাছের ছায়ায় হাঁটাহাঁটি করা যায় । রোঁদের তাপ থেকে রক্ষা পাওয়া যায় ।
fuler bahar
enjoyabl plant
Congratulations @bittriex! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!