রেনডম ফটোগ্রাফিঃ একসাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in #photographylast year (edited)
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ০৫ আশ্বিন ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ০৪ রবিউল আউয়াল ১৪৪৫ হি:।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টের বিষয়বস্তু হলো এলোমেলো ফটোগ্রাফি। বেশ কয়েকটি জিনিসের ছবি একসাথে নিয়ে আমি আজকে আমার পোস্ট সাজিয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

IMG-20230920-WA0031.jpg

প্রথম ছবিটা আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুল গুলোর নাম টগর ফুল। ওটাতে ধবধবে সাদা এবং কয়েকটি পাপের বিশিষ্ট। ফুল গাছের পাতা গাড়ো সবুজ বর্নের। গাছ আকারে মাঝারি সাইজ এবং ঝোপালো হয়ে থাকে। ফুল্টা হালকা মিষ্টি গন্ধযুক্ত।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG-20230920-WA0001.jpg

এই ফুলটা আমার খুব পরিচিত ফুল। খুব ছোট কাল থেকে এই ফুলের সাথে আমি পরিচিত। এই ফুলটা আমার বাড়ির ছাদে লাগানো হয়েছে।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20230920_074835.jpg

এই ছবিতে আপনারা যে ফুলটি দেখছেন ছোট বড় সবাই এই ফুলটা চিনতে পারবেন। এই আসলে উস্তে গাছের ফুল।বাসায় বাসার ছাদে এই গাছটি আপনা আপনি হয়েছিল সেখান থেকে ছবি করা হয়েছে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20230920_074734.jpg

এই ফুলটা আসলে যে কি ফুল আমি নিজেই জানিনা আমাদের বাসার ছাদে এই গাছটি এমনি এমনি জন্মে। ফুলটা দেখতে টকটকে লাল এবং গাছটি সবুজ বর্নের। ফুলের থেকে আমার কাছে গাছটি খুব বেশি ভালো লাগে।আজ সকালে ছাদে গিয়ে দেখে ফুলটা ফুটে রয়েছে। দেখা মাএই আমি ক্যামেরা বন্দি করি।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20230920_074326.jpg

**এই ফুলটা আমার কাছে খুব পছন্দের একটা ফুল। গাছটি দেখতেও অনেক সুন্দর৷ গাছটি দেখতে কাটাযুক্ত পারা লম্বা আর গাড় সবুজ। এক গাছে বিভিন্ন কালারের ফুল ফোটে। **

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG-20230920-WA0018.jpg

এই ফুলের না সন্ধাতারা। এই ফুল সন্ধ্যায় ফোটে নলে এই ফুলকে সন্ধাতারা ফুল বলা হয়। ফুলের গাছ দেখেতে লম্বা চিকন লাঠির মতো। পাতা গুলা অনেক লম্বা হয় এবং গাড় সবুজ।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। লেখার ভেতর ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি কালিগঞ্জ ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thanks a lot @fuil

ভাই একসাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি ফুল দেখতে পেয়ে ভাললাগাটা অনেক বেড়ে গেল। আপনার ফটোগ্রাফিতে থাকা সন্ধ্যা তারা ফুলটি আমি আগে কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি ফুল দেখতে পেয়েছি এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আমার পোস্ট থেকে কেউ নতুন কিছু শিখতে ও জানতে পারে জেনে নিজের কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32