HENNA FLOWER & FRUIT (মেহেদি ফুল-ফল ) PHOTOGRAPHY

in #photographylast year

20191208_164558.jpg

Henna, মেহেদি, মেহেন্দী, মেন্দি। ইংরেজিতে হেনা, যা আরবি হিন্না থেকে এসেছে [এক ধরনের সপুষ্পক উদ্ভিদ, যার পাতা প্রাচীনকাল থেকে ত্বক, চুল, নখ, পশুর চামড়া ও পশম রঙিন করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদের পাতার সাথে অন্যান্য দ্রব্য মিশিয়ে আধা-কৃত্রিম পদার্থ তৈরি করা হয়, সেটাও মেহেদি নামেই পরিচিত। মেহেদির নানা প্রকার ঔষধি গুণাগুণও রয়েছে । মেহেদি পাতার রস ও সরষে তৈল ঘাড়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা কমে যায়। একমনকি গরুর ঘাড়ের ব্যাথাও কমে।এ পাতা বেটে নখে ও চুলে লাগালে নখ ও চুল ভালো থাকে।পায়ের তলায় পাতা বাটার প্রলেপ দিলে চোখে গুটি ওঠে না।পাতা বেটে পুরানো একজিমায় লাগলে ভালো ফল পাওয়া যায়।পাতা বেটে হাতে লাগালে লাল হয়। অনেকে পাকা চুলেও ব্যবহার করেন।
ইউনানী চিকিৎসকদের মতে, চুল উঠে যাওয়া বা পাকায় ১টি হরিতকি ও ১০/১২ গ্রাম মেহেদি পাতা একটু থেতো করে ২৫০ মিলিগ্রাম পানিতে সেদ্ধ করে ৬০-৭০ মিলিলিটার থাকতে নামিয়ে ছেকে ঠান্ডা হলে মাথায় লাগালে উপকার পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67