৬টি নতুন জেব্রা

in #photo7 years ago

চট্টগ্রাম চিড়িয়াখানায় যোগ হলো নতুন ছয়টি জেব্রা। জেব্রাগুলোকে বহনকারী কার্গো উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায় সোমবার। ৪৮ লাখ টাকায় কেনা জেব্রাগুলো আনা হয়েছে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে। এগুলোর মধ্যে চারটি পুরুষ ও দুটি স্ত্রী। প্রতিটির বয়স এক বছর। মঙ্গলবার জেলা প্রশাসন জেব্রাগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং জনসাধারণের উন্মুক্ত করে দেয়। জেব্রাগুলো রাখার জন্য খাঁচা মেরামত ও রং করা হয়েছে। একসঙ্গে সব কটি জেব্রা খাঁচায় ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, খাচ্ছে—দাপাদাপির পর ক্লান্ত হয়ে চৌবাচ্চা থেকে পানিও পান করছে।

921c2e2be9526695f2de0d5f344695bd-5a9ea75d70e8f.jpg

জেব্রাদের জন্যই খাঁচার রঙিন বেষ্টনীতে লাগানো হয়েছে নানা রঙের বেলুন ও ফিতা।

330ce8194894d1f87339e2e600137730-5a9ea77164f4b.jpg

সব কটি জেব্রা একসঙ্গে চলাফেরা করছে। চলছে একটি আরেকটির গা ঘেঁষে।

9377e98afb3ce0f1f5acceff81125282-5a9ea786d7d1e.jpg

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94685.27
ETH 3267.52
USDT 1.00
SBD 7.04