—কথা বলা যাবে না—

in #personal7 years ago

অথচ যারা ইয়াবা ব‍্যবসা করছে, তারাও ভালো আছে। দিব‍্যি ঘুরে বেড়ায় সহাস‍্যে। পুলিশের সাথে বসে চা পান করে। হাসে। খুনসুটিতে মেতে উঠে।
সহস্র কোটি টাকা চুরি করে, ভালো আছে ওরাও। পোর্সে নিয়ে ঘুরে বেড়ায়। জনদরদী হয়। বুদ্ধিজীবী বনে যায়।
ভালো আছে ভােট চোর, দেশ চোর, ভাওতাবাজ, ধুরন্ধর। ভালো আছে ঘুষঘোর, প্রশ্নফাঁসকারী।
ভালো আছে ক্লাস না নেয়া শিক্ষক। ভালো আছে নেতা ও তার নিতম্বলেহী। ভালো আছে ধর্ষক।
☠️শুধু ভালো নেই ওরাই—যারা কথা বলে। যারা লেখে। যারা অন্ধকারের যমদূত হয়ে আসে। যারা যুক্তি দেখায়।
কথা বললেই, গর্দান নিতে চায় মৌলবাদ। কথা বললেই চুয়ান্ন ধারা দেয় সরকার। কথা বললেই গুম করে রাষ্ট্র। কথা বলাকেই সবচেয়ে ঘৃণা করে বাংলাদেশ।

কথা বললেই বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে সমস্ত শক্তি নিয়ে। —কথা বলা যাবে না। লেখা যাবে না। যুক্তি দেখানো যাবে না।![]

()

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82833.96
ETH 1918.79
USDT 1.00
SBD 0.78