পেন্সিল আর্ট//পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট
আর্ট করাটা আমার নিজের কাছে একটা প্রিয় বিষয় গুলার মধ্যে অন্যতম।মন খারাপ থাকলেই যেনো মনে পড়ে যায় যে একটু আর্ট করে নিই।আমাদের কমিউনিটির প্রত্যেকেই সুন্দর সুন্দর আর্ট করে চলেছে ,কিন্তু আমি হয়তো সেরকম ভাবে আর্ট করতে পারিনা তবে সর্বদা চেষ্টা করি নিজের সর্বস্ব দিয়ে ভালো ভাবে আর্ট করার জন্যে।আমার চেষ্টার একটা অংশ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি।জানিনা কেমন হয়েছে।বন্ধুরা আমার করা পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট টি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা।চলুন আমার আর্ট প্রসেস গুলি দেখে নেওয়া যাক।
প্রথমে একটি সাদা পেজ নিয়ে তার ওপরে একটি ঘরের দৃশ্য আর্ট করে নিবো।
আগের আর্ট করা ঘর কে কেন্দ্র করে একটি নদীর পাড়ের দৃশ্য আর্ট করে নিবো।আর নদীর পাড় এর কিনারায় কিছু পানা ফুলের চিত্র আর্ট করে নিবো।
ঘর এবং নদীর কিনারা এর মাঝামাঝি অবস্থানে একটি নারকেল গাছ আর্ট করে নিবো।
এখন আর্ট করা ঘর থেকে পিছনের দিকে বেশ কয়েকটি পাহাড়ের দৃশ্য একে নিবো।
পাহাড় থেকে ঘর এর বরাবর পানির কিছু জল ছাপ একে নিবো নদীর কিনারা বরাবর।দেখতে যেনো নদীর পানির মতো দেখায়।
এখন পুরা আর্ট টিকে ভালোভাবে গাঢ় করে পেনসিল এর গুড়া দিয়ে একে নিবো।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার চমৎকার এই পেন্সিল আর্ট দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতা সম্পন্ন একটি আর্ট দেখতে পেরে। বেশি দারুন হয়েছে আপনার আর্ট এর কাজ। আশা করব এভাবে আপনি আরো অনেক কিছু আমাদের মাঝে অংকন করে দেখানোর চেষ্টা করবেন।
আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ অসাধারণ আর্ট করেছেন আপনি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট করেছেন । আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। পেন্সিল আর্টের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বাহ্ ! বেশ চমৎকার এঁকেছেন ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ এই আর্ট গুলো অন্যন্য আর্ট গুলোর থেকে একটু আলাদা তবে খুবই সুন্দর ৷ আজ আপনি পেন্সিল দিয়ে পাহাড়ি প্রকৃতির দৃশ্যে বেশ চমৎকার এঁকেছেন ৷ আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে ৷ আর্টের ধাপ গুলোও বেশ চমৎকার ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে
পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে পেন্সিল দিয়ে অনেকদিন পর এমন সুন্দর দৃশংকর দেখলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনি বেশ সুন্দর ভাবে পাহাড়ির প্রকৃতির পেন্সিল আর্ট করছেন।এইরকম পাহাড়ি প্রকৃতির আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে আর্ট করার সব গুলো ধাপ বেশ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি পেন্সিল আর্ট এর মাধ্যমে প্রকৃতির দৃশ্য তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। তবে আপনি যদি একটু গারো ভাবে আর্ট করতেন তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। পেন্সিল আর্ট গুলো একটু গারো করার জন্য আপনি 6B বা 4B পেন্সিল গুলো ইউজ করতে পারেন।
আপু এই আর্ট টি করার সময় আমার আট বক্স এর পেন্সিল গুলির দিকে লক্ষ্য করে দেখছিলাম আমার 6B কিংবা 4B সহ আরো বেশ কিছু পেন্সিল শেষ হয়ে গেছে তাই এই পেন্সিল দিয়ে আর্ট টি সম্পূর্ণ করেছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।
পেন্সিলের আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পাহাড়ি প্রকৃতির দৃশ্যের আর্ট করেছেন। সত্যি আপনার আর্ট অসাধারন হয়েছে। পেন্সিল দিয়ে আর্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে আজকে আপনার পাহাড়ি প্রকৃতির আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।
আপনি ঠিক হয়ে বলেছেন ভাইয়া পেন্সিল দিয়ে আর্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা গুলি একটু কমই থাকে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পেন্সিল দিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে খুব সুন্দর করে আজকে আপনি পাহাড়ি প্রকৃতির দৃশ্যের চমৎকার আর্ট করেছেন। এবং পাহাড়ের পাশাপাশি ঘর ও গাছ আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর এই ধরনের আর্ট গুলো বারবার দেখতে মন চায়। খুব সুন্দর করে পাহাড়ি প্রকৃতির দৃশ্যের আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। চমৎকার আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।