পেন্সিল আর্ট//পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট

in আমার বাংলা ব্লগ11 months ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে । আজকে আরো একটি নতুন বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।

IMG_20240404_143544.jpg

IMG_20240404_143438.jpg

একটি প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট

আর্ট করাটা আমার নিজের কাছে একটা প্রিয় বিষয় গুলার মধ্যে অন্যতম।মন খারাপ থাকলেই যেনো মনে পড়ে যায় যে একটু আর্ট করে নিই।আমাদের কমিউনিটির প্রত্যেকেই সুন্দর সুন্দর আর্ট করে চলেছে ,কিন্তু আমি হয়তো সেরকম ভাবে আর্ট করতে পারিনা তবে সর্বদা চেষ্টা করি নিজের সর্বস্ব দিয়ে ভালো ভাবে আর্ট করার জন্যে।আমার চেষ্টার একটা অংশ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি।জানিনা কেমন হয়েছে।বন্ধুরা আমার করা পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট টি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা।চলুন আমার আর্ট প্রসেস গুলি দেখে নেওয়া যাক।

আর্ট এর উপকরণ সমূহ👇

📖একটি সাদা আর্ট পেপার

✏️পেন্সিল

📂রাবার

📝আর্ট প্রক্রিয়া চলমান📝

IMG_20240404_131904.jpg
প্রথমে একটি সাদা পেজ নিয়ে তার ওপরে একটি ঘরের দৃশ্য আর্ট করে নিবো।

IMG_20240404_131939.jpg
আগের আর্ট করা ঘর কে কেন্দ্র করে একটি নদীর পাড়ের দৃশ্য আর্ট করে নিবো।আর নদীর পাড় এর কিনারায় কিছু পানা ফুলের চিত্র আর্ট করে নিবো।

IMG_20240404_134003.jpg
ঘর এবং নদীর কিনারা এর মাঝামাঝি অবস্থানে একটি নারকেল গাছ আর্ট করে নিবো।

IMG_20240404_143028.jpg
এখন আর্ট করা ঘর থেকে পিছনের দিকে বেশ কয়েকটি পাহাড়ের দৃশ্য একে নিবো।

IMG_20240404_143124.jpg
পাহাড় থেকে ঘর এর বরাবর পানির কিছু জল ছাপ একে নিবো নদীর কিনারা বরাবর।দেখতে যেনো নদীর পানির মতো দেখায়।

IMG_20240404_143315.jpg
এখন পুরা আর্ট টিকে ভালোভাবে গাঢ় করে পেনসিল এর গুড়া দিয়ে একে নিবো।

ফাইনাল আউটপুট

IMG_20240404_143350.jpg

IMG_20240404_143315.jpg

IMG_20240404_143233.jpg

IMG_20240404_143544.jpg

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার চমৎকার এই পেন্সিল আর্ট দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতা সম্পন্ন একটি আর্ট দেখতে পেরে। বেশি দারুন হয়েছে আপনার আর্ট এর কাজ। আশা করব এভাবে আপনি আরো অনেক কিছু আমাদের মাঝে অংকন করে দেখানোর চেষ্টা করবেন।

 11 months ago 

আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ অসাধারণ আর্ট করেছেন আপনি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট করেছেন । আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। পেন্সিল আর্টের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

বাহ্ ! বেশ চমৎকার এঁকেছেন ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ এই আর্ট গুলো অন্যন্য আর্ট গুলোর থেকে একটু আলাদা তবে খুবই সুন্দর ৷ আজ আপনি পেন্সিল দিয়ে পাহাড়ি প্রকৃতির দৃশ্যে বেশ চমৎকার এঁকেছেন ৷ আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে ৷ আর্টের ধাপ গুলোও বেশ চমৎকার ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 11 months ago 

পাহাড়ি প্রকৃতির একটি পেন্সিল আর্ট অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে পেন্সিল দিয়ে অনেকদিন পর এমন সুন্দর দৃশংকর দেখলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি বেশ সুন্দর ভাবে পাহাড়ির প্রকৃতির পেন্সিল আর্ট করছেন।এইরকম পাহাড়ি প্রকৃতির আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে আর্ট করার সব গুলো ধাপ বেশ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

ভাইয়া আপনি পেন্সিল আর্ট এর মাধ্যমে প্রকৃতির দৃশ্য তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। তবে আপনি যদি একটু গারো ভাবে আর্ট করতেন তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। পেন্সিল আর্ট গুলো একটু গারো করার জন্য আপনি 6B বা 4B পেন্সিল গুলো ইউজ করতে পারেন।

 11 months ago 

আপু এই আর্ট টি করার সময় আমার আট বক্স এর পেন্সিল গুলির দিকে লক্ষ্য করে দেখছিলাম আমার 6B কিংবা 4B সহ আরো বেশ কিছু পেন্সিল শেষ হয়ে গেছে তাই এই পেন্সিল দিয়ে আর্ট টি সম্পূর্ণ করেছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।

 11 months ago 

পেন্সিলের আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পাহাড়ি প্রকৃতির দৃশ্যের আর্ট করেছেন। সত্যি আপনার আর্ট অসাধারন হয়েছে। পেন্সিল দিয়ে আর্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে আজকে আপনার পাহাড়ি প্রকৃতির আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।

 11 months ago 

আপনি ঠিক হয়ে বলেছেন ভাইয়া পেন্সিল দিয়ে আর্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা গুলি একটু কমই থাকে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

পেন্সিল দিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে খুব সুন্দর করে আজকে আপনি পাহাড়ি প্রকৃতির দৃশ্যের চমৎকার আর্ট করেছেন। এবং পাহাড়ের পাশাপাশি ঘর ও গাছ আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর এই ধরনের আর্ট গুলো বারবার দেখতে মন চায়। খুব সুন্দর করে পাহাড়ি প্রকৃতির দৃশ্যের আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। চমৎকার আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67