কালি ছাড়া কলম

in #pen7 months ago

ফুরিয়ে গিয়েছে কলমের কালি ।
ভাবী তাই আনমনে ।
ইতিহাসের পাতায় লিখতে ছিলাম
কালি ছাড়া কলমে ।
অসহায় তাই পাইনি তো ঠাঁই ,
বাংলা মায়ের কোলে ।
ফুরায়েছে তেল নিবিয়াছে বাতি
কিভাবে রাখিবো জেলে
আযানের ধবনি কানে ভেসে আসে
ঘুম থেকে জাগি ভোরে।
তবুও ভেবেছি সৃষ্টি ধরায়
মাথা রাখবো উঁচু করে।
মেধাবী আলো নিভে যায় যদি
দেহে ফেরে না তো আর ।
নকল সোনার ভরেছে বাজান
কেহ নাই দেখিবার ।
অজানার পথে পাড়ি জমায়েছি ,
মসৃণ নয় পথ ।
কখন পোহাবে অপেক্ষার রাত
সোনালী রোদ ফুটে।
IMG_20240806_162154.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67