বনলতা সেনsteemCreated with Sketch.

in #peaceofmind2 years ago

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
শিয়ালের মরা অতীত সুন্দর হাবশির দেশে —
সেওয়া করা নদী আফ্রিকা, ত্যত সমুদ্র নামে করে,
মহা সাগরে বাস্কর্য যত দীপ তার তো পর পরে।

তুমি কেমন করে জানো এই কথা তো, বনলতা সেন?
যতক্ষণ পথ ঘাতে জানি ভোর এলে আসে,
যতক্ষণ ফিরি পথ ফেরে দেখি সূর্য অস্ত হয়।
বত্যহারাক মধ্য দিয়ে শুধু বত্যহারাক চোখে
যতক্ষণ দেখি তোমায় বনলতা সেন তোমায় জানি।

তবে জানিয়ে দেও তুমি এই কথা, বনলতা সেন।
নীল নভের তলে রাত্রিশী রাতসর্গরা তোমার সঙ্গে
যতক্ষণ তোমার কাজল চোখের আমি পর পর হাঁটিতেছি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 82803.34
ETH 1934.37
USDT 1.00
SBD 0.84