Sunset scene

in #pch2 years ago

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

FB_IMG_1671334514344.jpg

IMG_20221218_100815.jpg

IMG_20221218_100830.jpg

সূর্যাস্তের দৃশ্য পছন্দ করে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। সূর্য অস্ত আমাদের মনকে অনেক প্রশান্তি দেয় যা অন্যান্য জায়গায় কথা পাওয়া যাবে না। অনেক গবেষণায় দেখা গেছে এই সূর্যাস্ত এই হচ্ছে আমাদের সুখ-শান্তির প্রধান মূল উৎস। গবেষণা দেখায় যে সূর্যাস্তের অনেক মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে যা জীবনের দীর্ঘস্থায়ী সন্তুষ্টি এবং শারীরিক সুবিধা বাড়ায় এবং চাপ উপশম করতে প্রমাণিত হয়েছে।

বেশ কিছুদিন ধরে আমি বিকেলবেলায় এই রাস্তা ধরে যায় এবং এই দৃশ্যটা আমি সচরাচর দেখতে পাই। কখনো মনে হয়নি এখানকার কিছু ফটোগ্রাফি করে রেখে দে আমি আমার মেমোরিতে কিন্তু ও গতকাল হঠাৎ করে এই কথাটি মনে পড়ে। এবং সাথে সাথে আমার মোবাইল ফোনের ক্যামেরা বের করে কিছু ফটোগ্রাফি করে রেখেদিলাম। আমার মেমোরিতে পরবর্তীতে ফটোগ্রাফির মধ্যে দেখে আপনাদের সাথেই ফটোগ্রাফি টি শেয়ার করলাম। কেননা ফটোগ্রাফি গুলো আমার খুব ভাল লেগেছে। আপনাদের কাছেই ফটোগ্রাফি টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

thank-you.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66