আনারকলি

in #partiko6 years ago

আজ সন্ধ্যাটা ছিলো মোহনীয়
শরৎ এর স্নিগ্ধতা ছিলো
অপার্থিব,;আমি বুঁদ হয়ে ছিলাম
গালিবেঁর সিরাজিতে(মদ),ডুবেছিলাম
তোমার মাঝে দেখেছিলাম
আনারকলির রুপ।
আমি শাহজাদা সেলিমের মতো।
খুজছিলাম, আর হারিয়ে ফেলছিলাম
নিজেকে।সিরাজিতে আর মন ভরছিলনা
ডুব সাতার না জানলেও ডুবে যাচ্ছিলাম
অতীত ইতিহাসের তলানীতে।
ডুবতে ডুবতে যখন খেই হারিয়ে ফেলছিলাম
তখন পায়ের নীচে যা ঠেকল,তার নাম আনারকলি।

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96116.90
ETH 2709.89
SBD 0.64