আবেগ মানুষকে বাচতে শেখায়!!!মানুষের জিবনের আবেগ!!

in #partiko6 years ago (edited)

https://s3.us-east-2.amazonaws.com/partiko.io/img/osthir-ffyhqxc3-1536606343572.png

#আবেগ

এমন একটা জিনিস যেটা না থাকলে মানুষের জিবনযাপন এর মধ্যে আনন্দ নামক জিনিসটাই থাকতো না।উদাহরনসরূপ বলতে পারি,মানুষ উপার্জন করে তার পরিবারকে খুশি করার জন্য।এখানে পরিবারের প্রতি ভালবাসাটাও এক ধরনের আবেগ।আবেগ মানুষের জিবনে বাচার রং নিয়ে আসে।কিন্তু বর্তমানে মানুষ আবোগটাকে শুধু একজন পুরুষ একজন নারীর প্রতি ই শুধু ব্যবহার করে।কিন্তু এটা ঠিক না।আবেগের স্থান শুধু একটা নারীর প্রতি থাকাটা উচিত না।

আবেগ ও বিবেকের মধ্যে পার্থক্য।।।

আবেগ মানুষকে বাচার সাধ দেয়।আর বিবেক মানুষকে বাচার রাস্তা দেখায়।ইদানিং কিছু মানুষ বাচার জন্য বিবেককে সাথে নিয়ে এমন ভাবে লড়াই করে যে আাবেক নামক কোন জিনিস আছে তারা ভুলেই যায়।জিবনে বিবেক থাকাটা যেমন দরকার তেমনি আবেগ থাকাটাও দরকার।আবার এমন কিছু মানুষ আছে যারা সবজায়গায় আবেগ প্রকাশ করে কিন্তু এটাও ঠিক না।জিবনে যতটা দরকার বর্জন ততটাই দরকার।
তাই দুটাকেই সমানভাবে ব্যবহার করা উচিত।

ভালবাসার মধ্যে আবেগ!!!!
এই একটা জায়গাই আছে যেখানে বড় বড় বিবেকবাদি গনরাও আবেক দ্বারা প্রভাবিত হয়।আমাদের দেশে এমন অনেক ঘটনাই আছে যেখানে দেখবেন যে এলাকার বড় বড় মাস্তানরাই ভাল হয়েছে শুধুমাত্র ভালবাসার টানে।আর এই ভালবাসার পিছনে সবথেকে বেশি যে জিনিসটা কাজ করে সেটাই হল আবেগ!!!

Posted using Partiko Android

Sort:  

Resteemed your article. This article was resteemed because you are part of the New Steemians project. You can learn more about it here: https://steemit.com/introduceyourself/@gaman/new-steemians-project-launch

thanks to resteem this post!!

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94006.35
ETH 3379.28
USDT 1.00
SBD 3.47