তন্দুরি পনির tandoori paneer recipe in Bengali)

in #paneer3 years ago

উপকরণ
250 গ্রাম পনির
1/4 কাপ টকদই
1 চা চামচ কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
1/2 চা চামচ তন্দুরি মশলা
1/4 চা চামচ শাহী মশলা
1/2 চা চামচ আদা রসুন গুঁড়ো
স্বাদ মত নুন
পরিমাণ মত তেল

4x3-tandoori-paneer-tikka.jpg

প্রণালী

টক দই ফেটিয়ে তার মধ্যে সব মশলা ও আদা রসুন গুঁড়ো মিশিয়ে নিন
পনির কিউব করে কেটে মাখিয়ে নিন
গ্রীল প্রমানে ঘি দিয়ে পনির গ্রীল করে পরিবেশন করুন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67