বাদশাহী পনীর

in #paneer3 years ago

উপকরণ

200 গ্রাম পনীর
2 টেবিল চামচ কাজু কিসমিস বাটা
1/2 চা চামচ আদা কাঁচালন্কা বাটা
1 চা চামচ রসুন বাটা
1/2 চা চামচ হলুদ গুড়ো
1/4 চা চামচ লাল লন্কা গুড়ো
স্বাদমতো নুন ও চিনি
2 চা চামচ ঘি বা সাদা তেল

Paneer-Recipe2.jpg

প্রণালী

পনীর চৌকো করে কেটে নিন।
কড়ায় ঘি বা তেল গরম করে রসুন আদা কাঁচালন্কা বাটা দিয়ে কম আঁচে কষান এরপর একে একে নুন হলুদ ও লাল লন্কা গুড়ো দিয়ে 3-4 মিনিট রান্না করুন কেটে রাখা পনীর আন্দাজ মতো নুন ও চিনি দিন।
ভালো করে কষানো হলে কাজু কিসমিস বাটা দিয়ে দিন। সামান‍্য জল দিয়ে নাড়িয়ে আঁচ বেশী করুন।
নামানোর আগে গরম মশলা গুড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে নিন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96136.80
ETH 2616.13
USDT 1.00
SBD 2.53