চাণক্য শ্লোক বাংলা: ১০৮: পশুপাখির কাছে শিক্ষা

in #palnet5 years ago (edited)

::::::::::::::১০৮ পশুপাখির কাছে শিক্ষা:::::::::::::::

সিংহের এক বকের এক গুন এবে হয়।
গর্দভের তিনগুন কুকুরের ছয়।।
কাকে আছে পাঁচগুণ কুক্কুটে চার।
যতনে শিখিবে ইহা করিয়া বিচার।।

বঙ্গানুবাদ: পশুপাখির নিকট আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে। সিংহ এবং বকের থেকে আমরা একটি করে বিষয় শিক্ষা নিতে পারি। মোরগের থেকে চারটি বিষয় , কুকুরের থেকে ছয়টি বিষয় , কাকের থেকে পাঁচটি বিষয় , এবং গাধার থেকে তিনটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি।


chicken-1822472_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20