চাণক্য শ্লোক বাংলা: ১২১: চিরন্তন বিষয়
::::::::::::::১২১: চিরন্তন বিষয়::::::::::::::::
মানুষ এ পৃথিবীতে একা আসে যায়।
শুভাশুভ কর্মভোগ একা তারই হয়।
ভালকর্মে পুণ্যলাভ নরক পাপাচারে।
এ সকল চিরন্তন শাস্ত্রের বিচারে।
বঙ্গানুবাদ: মানুষ একলাই জন্ম নিয়ে পৃথিবীতে আসে এবং মৃত্যুর পর একলাই পরলোক গমন করে। তাই কর্মফলের শুভাশুভ তাকে একাই ভোগ করতে হয়। অত্যন্ত পাপাচারণের জন্য যেমন একাই নরক ভোগ করতে হয়, তেমনি পুণ্যবল থাকলে একাই সে পুণ্যফল ভোগ করে। এ সকল অবস্থা মানুষের চিরন্তন বিষয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
This post earned a total payout of 0.013$ and 0.010$ worth of author reward which was liquified using @likwid. To learn more.